হঠাৎ করেই তিনি বুঝতে পারেন, ওই পরিবারে তিনি একমাত্র রোজগেরে। দশম শ্রেণির কিশোরের হাতে গোটা সংসারের দায়িত্ব চলে আসে। ঘরে টাকা না এলে পরিবারের ৬ জন না খেতে পেয়ে মরে যাবে। টিউশনি, সেলস, পার্লারে ম্যানেজারি, মদের দোকানের বাইরে দাঁড়িয়ে মদ বিক্রি, নানা রকমের কাজে ঢুকে পড়েন কাঞ্চন।