1/ 5


বলিউডে একের পর এক খারাপ খবর ৷ ফের মৃত্যু হল বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বের ৷ প্রয়াত হলেন সইফ আলি খান, শাহরুখ খান, অক্ষয় কুমারের ছবির অ্যাকশন ডিরেক্টর পরভেজ খান ৷
2/ 5


পিটিআই সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ আর এর থেকেই মৃত্যু ৷ তাঁর বয়স হয়েছিল ৫৫৷
3/ 5


সুপারহিট বেশ কিছু ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন পরভেজ ৷ সইফ, শাহরুখ, আমির, অক্ষয়ের মতো বড় স্টারদের সঙ্গেও তিনি কাজ করেছেন ৷