অকালে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮। এককালে বড় পর্দায় একের পরে এক ছবিতে অভিনয়। তার পরে বাংলা ধারাবাহিক। কিন্তু এসবের পাশাপাশি পরিবারকে সময় দিতে তিনি ভুলতেন।
2/ 9
পরিবার ছিল তাঁর সবচেয়ে কাছের। সময় পেলেই স্ত্রী ও মেয়েকে নিয়ে বেড়াতে যেতেন অভিষেক। কখনও কলকাতাতেই, কখনও আবার দূরে।
3/ 9
স্ত্রী ও মেয়েকে আঁকড়ে ধরেই ছিল তাঁর জীবন। অভিনয় পেশা হলেও পরিবারকে সময় দেওয়ায় আপোশ করতেন না তিনি।
4/ 9
২০২১ এর ডিসেম্বরেই বেড়িয়ে এসেছিলেন সুন্দরগ্রাম থেকে। তাঁর ফেসবুক জুড়ে শুধুই স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবি।
5/ 9
গ্ল্যামারের হাতছানি তাঁকে পরিবার থেকে দূরে করতে পারেনি। আদ্যপান্ত বাঙালির মতোই প্রতিদিনই পরিবারের জন্য তোলা থাকত আলাদা সময়।
6/ 9
স্ত্রী ও মেয়ের সঙ্গে সুসময় অভিষেকের। নৈশভোজের সময় চলছে ফোটো সেশন।
7/ 9
তখন মেয়ে আর একটু ছোট। কলকাতার এক নামজাদা রেস্তোরাঁয় স্ত্রী ও কন্যার সঙ্গে অভিষেক।
8/ 9
অভিষেকের (Abhishek Chatterjee) কাছে তাঁর মেয়ে ছিল বেঁচে থাকার অন্যতম কারণ। মেয়েকে নিয়ে অনেকটা সময় কাটাতেন অভিষেক।
9/ 9
আদ্যপান্ত পারিবারিক ও হাসিখুশি মানুষ ছিলেন অভিষেক। কিন্তু অকালেই চিরবিদায় নিলেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে।