নুসরতের বিয়ের ৪ দিন পরেই সাত পাকে বাঁধা পড়লেন আরেক নায়িকা
Bangla Editor
1/ 5
সদ্য তুরস্ক থেকে ডেস্টিনেশন ওয়েডিং সেরে দেশে ফিরেছেন সদ্য সংসদ হওয়া নুসরত জাহান ৷ দেশে ফিরেই উড়ে গিয়েছেন রাজধানী দিল্লিতে ৷ পার্লামেন্ট শপথবাক্য পাঠ করলেন নুসরত ৷
2/ 5
তবে শুধু নুসরতই নয়, তাঁর বিয়ের ঠিক ৪ দিন পরে সাত পাকে বাঁধা পড়লেন আরেক নায়িকা ৷ তবে তিনি টলিউডের কেউ নন, বরং বলিউডের বেশ জনপ্রিয় নায়িকা আরতি ছাবড়িয়াই বিয়ে করে ফেললেন তাঁর বহুদিনের প্রেমিক বিশারদ বেদশে-কে ৷
3/ 5
তবে কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয় ৷ বরং আরতি বিয়েটা সেরে ফেললেন রীতিমতো চুপিচুপি ৷ বন্ধু-বান্ধব, আত্মীয়দের নিয়ে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়েই আরতি সাতপাকে পড়লেন বাঁধা ৷
4/ 5
মার্চ মাসেই এনগেজমেন্ট হয়েছিল আরতির ৷ আর এবার বিয়ে ৷ আরতি সোশ্যাল মিডিয়া লিখলেন, ‘সঠিক মানুষকে খুঁজে পাওয়ার আনন্দই আলাদা !’
5/ 5
সিনেমার পর্দা ছাড়াও আরতি এখন ব্যস্ত রয়েছেন দুটি টেলিভিশন সিরিজে ৷ একটি হল দশতোলা ও আরেকটি ডর সবকো লগতা হ্যায় !