1/ 4


ভালই চলছিল আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডার শ্যুটিং ৷ হঠাৎই এর মাঝে ঢুকে পড়ে করোনা কাল ৷ ব্যস, করোনা আবহে পুরো শ্যুটিং বন্ধ ৷
2/ 4


তবে এবার লাল সিং চাড্ডার জন্য সুখবর ৷ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং ৷ জানা গিয়েছে, অগাস্ট মাসেই করিনাকে সঙ্গে নিয়ে ছবির শ্যুটিংয়ে তুরস্ক উড়ে যাবেন আমির ৷
3/ 4


সংবাদ মাধ্যমকে এই ছবির টিম জানিয়েছেন, ‘মোটামুটি সব ফাইনাল ৷ এখন শুধু চলছে লাস্ট মিনিটের গোছানো ৷ ছবির ক্লাইম্যাক্স শ্যুটিং করতেই তুরস্ক উড়ে যাচ্ছে লাল সিং টিম ৷ ’