সামান্থা রুথ প্রভুর কেরিয়ার শেষ। দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি বর্ষীয়ান প্রযোজক-পরিচালক চিট্টিবাবুর।
2/ 6
সম্প্রতি মুক্তি পেয়েছে 'শকুন্তলম'। সামান্থার এই ছবি নিয়ে চর্চা নিয়ে কিছু কম ছিল না। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।
3/ 6
'পুষ্পা' ছবিতে সামান্থার আইটেম সং-এর প্রসঙ্গ তুলেছেন চিট্টিবাবু। তিনি বলেছেন, 'বিচ্ছেদের পর সামান্থা পুষ্পা-তে উ অন্তাভা করেছিল। ও পেট চালানোর জন্য সেটা করেছিল। স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব, তা-ই করছে।'
4/ 6
এখানেই থেমে যাননি তিনি। চিট্টিবাবু আরও বলেন, "নায়িকা হিসেবে ওর কেরিয়ার শেষ। ও আর তারকা হতে পারবে না। যে সব কাজের প্রস্তাব আসছে, সেগুলি করলে ও হয়তো টিকে থাকবে।"
5/ 6
সেই প্রযোজকের দাবি, ছবির প্রচারের সময়ে কান্নাকাটি করে, নিজের সমস্যার কথা বলে নাকি দর্শকের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন সামান্থা।
6/ 6
তবে তিনি মনে করেন, প্রত্যেক বার এ ধরনের কাজ করে প্রেক্ষাগৃহে দর্শক টানা যাবে না। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্থা কী ভাবে শকুন্তলার চরিত্র পেল। 'শকুন্তলম' নিয়ে আমার কোনও আগ্রহ নেই।"
Samantha Ruth Prabhu: সামান্থার কেরিয়ার শেষ! নয়া ছবির মুক্তির পরেই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক কে, শুরু বিতর্ক
'পুষ্পা' ছবিতে সামান্থার আইটেম সং-এর প্রসঙ্গ তুলেছেন চিট্টিবাবু। তিনি বলেছেন, 'বিচ্ছেদের পর সামান্থা পুষ্পা-তে উ অন্তাভা করেছিল। ও পেট চালানোর জন্য সেটা করেছিল। স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব, তা-ই করছে।'
Samantha Ruth Prabhu: সামান্থার কেরিয়ার শেষ! নয়া ছবির মুক্তির পরেই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক কে, শুরু বিতর্ক
এখানেই থেমে যাননি তিনি। চিট্টিবাবু আরও বলেন, "নায়িকা হিসেবে ওর কেরিয়ার শেষ। ও আর তারকা হতে পারবে না। যে সব কাজের প্রস্তাব আসছে, সেগুলি করলে ও হয়তো টিকে থাকবে।"
Samantha Ruth Prabhu: সামান্থার কেরিয়ার শেষ! নয়া ছবির মুক্তির পরেই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক কে, শুরু বিতর্ক
তবে তিনি মনে করেন, প্রত্যেক বার এ ধরনের কাজ করে প্রেক্ষাগৃহে দর্শক টানা যাবে না। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্থা কী ভাবে শকুন্তলার চরিত্র পেল। 'শকুন্তলম' নিয়ে আমার কোনও আগ্রহ নেই।"