*১৯৫৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা শামি কাপুর (Shammi Kapoor) এবং গীতা বালি (Geeta Bali)। ১৯৫৬-তে ছেলে আদিত্য রাজ কাপুর এবং ১৯৬১ সালে মেয়ে কাঞ্চনের জন্ম দেন গীতা। তবে তার মাত্র ৪ বছরের মধ্যেই স্মল পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গীতা বালির। পরে শামি কাপুর ১৯৬৯ সালে বিয়ে করেন নীলা দেবীকে (Neila Devi)। ছবি: ইনস্টাগ্রাম।
*কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী মধুবালা। দু'জনে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ক্যারিয়ারের মধ্য গগনে যখন তাঁরা, তখনই কিশোর কুমার মধুবালাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময়ে মধুবালার হার্টের সমস্যা ছিল। তাঁকে চিকিৎসার জন্য কিশোর কুমার লন্ডন নিয়ে যান। ১৯৬০ সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার। সেই সময়ে কিশোর কুমার ইসলাম ধর্ম গ্রহণ করেন, নাম হয় করিম আবদুল। ১৯৬৯ সালে মৃত্যু হয় মধুবালার।