সমস্যা কাটানোর জন্য বছরের মধ্যে আরও ২টি মাসকে নিয়ে আসা হয়। জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তখন বছরের দিন সংখ্যা হিসাবে মাসের দিনসংখ্যা নতুন করে বিন্যাস করা হয়। তাতে দেখা যায় কোনও একটা মাসে ২টো দিন কম পড়ছে। মনে রাখতে হবে, এখনকার মতো তখন ডিসেম্বরকে শেষ মাস হিসাবে ধরা হতো না। তখন বছরের শেষ মাস ছিল ফেব্রুয়ারি। তাই এই মাসেই দিনসংখ্যা ২ দিন কমিয়ে ধরা হয়।(Image: News18 Creatives)
এই জটিলতা সংশোধন করার জন্য, জুলিয়ান ক্যালেন্ডারে বছরকে ১২ মাসে ভাগ করা হয়। যার শেষটা ছিল ফেব্রুয়ারি। এক্ষেত্রে, চন্দ্রমাস নয়, সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরতে যতদিন সময় লাগে, সেই অনুযায়ী বছরের দিন সংখ্যা গণনা করা হয়। জুলিয়াস সিজারের আমলে এই নতুন পদ্ধতিতে ক্যালেন্ডার তৈরি হয়। (Image: News18 Creatives)