হোম » ছবি » শিক্ষা » সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকেরা? কারণ জানেন?

Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

  • Bangla Digital Desk
  • Local18

  • 17

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    পরীক্ষার খাতায় লাল রঙ দিয়ে লেখা বিরাট একটা গোল্লা৷ কিংবা, হোমওয়ার্কের খাতার শেষে বড় করে লেখা ভেরি গুড৷ ছোট বেলার স্মৃতি৷ তাই না৷ কিন্তু, আপনারা কি জানেন, কেন শিক্ষক শিক্ষিকারা লাল পেন দিয়েই ছাত্রছাত্রীদের খাতা দেখেন? আর কেন, নীল এবং কালো কালিরই পেন ব্যবহার করতে হয় পড়ুয়াদের? জেনে নিন এই প্রতিবেদনে৷

    MORE
    GALLERIES

  • 27

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    শিক্ষকেরা কেন লাল কলম দিয়ে লেখেন বা শিক্ষার্থীরা কেন নীল-কালো রং দিয়ে লেখেন তার পিছনে কোনও নির্দিষ্ট ও লিখিত কারণ নেই। এই বিষয়ে অনেক কিছুই অনুমান করা হয়৷ এখানেও আমরা যে তথ্য দিচ্ছি তা বিভিন্ন প্রতিবেদনের উপর ভিত্তি করে। তার সবটা যে সত্যি হবেই তা News 18 দাবি করে না৷ তবে যুক্তি দিয়ে তা বোঝার চেষ্টা করে৷

    MORE
    GALLERIES

  • 37

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    Steemit.com এবং ABC Science ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, কলমের রঙ ছাত্র ও শিক্ষকের সম্পর্কের ওপর দারুণ প্রভাব ফেলে।

    MORE
    GALLERIES

  • 47

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    লাল রঙের কলম কেন ব্যবহার করা হয়?
    শিক্ষার্থীরা নীল এবং কালো রঙে লেখে কারণ এগুলো গাঢ় রঙ৷ সাদা রঙের কাগজের উপরে লেখার কারণে তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু শিক্ষকরা লাল কালিতে লেখেন, তার একাধিক কারণ অনুমান করা যেতে পারে৷ প্রথমত, পড়ুয়ারা নীল বা কালো কালিতে লিখলে, শিক্ষকেরাও যদি সেই কালিতেই লেখেন, তাহলে তা আলাদা করে বোঝা যাবে না৷

    MORE
    GALLERIES

  • 57

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    লাল ছাড়া অন্য কোনও রঙ বেছে নেওয়া কেন হয় না, তার কারণ অনুমান করা যায়৷ লাল রঙের একটা গুরুত্ব রয়েছে৷ এর মাধ্যমে কর্তৃত্ব বোঝানো যায়৷ এই রঙে লেখা জিনিস যে গুরুত্বপূর্ণ, তা-ও বোঝা যায় সহজে৷ শিশুর পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও শিক্ষকের লেখা জিনিসগুলিকে গুরুত্ব সহকারে নেন।

    MORE
    GALLERIES

  • 67

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    দ্য সোশ্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে সমাজবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড ডিউক বলেছেন, শিক্ষক যে লাল রং ব্যবহার করেন, তা ছাত্র ও শিক্ষকের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। লাল রঙ শিক্ষার্থীদের আবেগের উপর প্রভাব ফেলে৷ তাই আমেরিকায় ছাত্রছাত্রীদের প্রতি যে কোনও ধরনের পরামর্শ লেখার সময় নীল রঙ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, শিক্ষকদের লাল রং ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে শিক্ষকশিক্ষিকাদের।

    MORE
    GALLERIES

  • 77

    Why teachers use Red pen: সবুজ বা অন্য রঙের কালি কেন নয়? কেন লাল কালিতেই লেখেন শিক্ষকশিক্ষিকারা? কারণ জানেন..

    প্রাচীন কোরিয়ার বিশ্বাস অনুযায়ী, যদি কারও নাম লাল অক্ষরে লেখা থাকে, তাহলে তার মৃত্যু হয়। গন টু কোরিয়া ওয়েবসাইট অনুসারে, সেখানকার শিক্ষকরা লাল রঙের কলম ব্যবহার করেন না।

    MORE
    GALLERIES