পরীক্ষার খাতায় লাল রঙ দিয়ে লেখা বিরাট একটা গোল্লা৷ কিংবা, হোমওয়ার্কের খাতার শেষে বড় করে লেখা ভেরি গুড৷ ছোট বেলার স্মৃতি৷ তাই না৷ কিন্তু, আপনারা কি জানেন, কেন শিক্ষক শিক্ষিকারা লাল পেন দিয়েই ছাত্রছাত্রীদের খাতা দেখেন? আর কেন, নীল এবং কালো কালিরই পেন ব্যবহার করতে হয় পড়ুয়াদের? জেনে নিন এই প্রতিবেদনে৷
শিক্ষকেরা কেন লাল কলম দিয়ে লেখেন বা শিক্ষার্থীরা কেন নীল-কালো রং দিয়ে লেখেন তার পিছনে কোনও নির্দিষ্ট ও লিখিত কারণ নেই। এই বিষয়ে অনেক কিছুই অনুমান করা হয়৷ এখানেও আমরা যে তথ্য দিচ্ছি তা বিভিন্ন প্রতিবেদনের উপর ভিত্তি করে। তার সবটা যে সত্যি হবেই তা News 18 দাবি করে না৷ তবে যুক্তি দিয়ে তা বোঝার চেষ্টা করে৷
লাল রঙের কলম কেন ব্যবহার করা হয়?
শিক্ষার্থীরা নীল এবং কালো রঙে লেখে কারণ এগুলো গাঢ় রঙ৷ সাদা রঙের কাগজের উপরে লেখার কারণে তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু শিক্ষকরা লাল কালিতে লেখেন, তার একাধিক কারণ অনুমান করা যেতে পারে৷ প্রথমত, পড়ুয়ারা নীল বা কালো কালিতে লিখলে, শিক্ষকেরাও যদি সেই কালিতেই লেখেন, তাহলে তা আলাদা করে বোঝা যাবে না৷
দ্য সোশ্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে সমাজবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড ডিউক বলেছেন, শিক্ষক যে লাল রং ব্যবহার করেন, তা ছাত্র ও শিক্ষকের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। লাল রঙ শিক্ষার্থীদের আবেগের উপর প্রভাব ফেলে৷ তাই আমেরিকায় ছাত্রছাত্রীদের প্রতি যে কোনও ধরনের পরামর্শ লেখার সময় নীল রঙ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, শিক্ষকদের লাল রং ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে শিক্ষকশিক্ষিকাদের।