সুন্দরবনের নৌকা পথে মাধ্যমিকের প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হল স্কুল সেন্টারে। রাজ্যে আজ শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দিনে আঁটোসাঁটো নিরাপত্তায় নদী পথে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়েছে সুন্দরবন এলাকায়।
2/ 4
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার মোট ৬১টা মাধ্যমিকের সেন্টার তার মধ্যে মেন সেন্টার ও ৩৩ টি সাব সেন্টার ২৮ টি। ছবি প্রতীকী
3/ 4
সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে স্কুল অবজারভাররা বাংলা প্রশ্নপত্র নিয়ে কড়া নজরদারি ও নিরাপত্তায় জলপথে নদী পারাপার করেছেন। সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল সন্দেশখালীর বেতনি, ছোট কলাগাছি নদী-সহ একাধিক নদীর পথে। ছবি প্রতীকী
4/ 4
ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয় তার জন্য পুলিশি নজরদারির পাশাপাশি ফেরিঘাটে নৌকার সংখ্যা বাড়ানো হয়েছে। ছবি প্রতীকী, তথ্য জুলফিকার মোল্লা।
North 24 Parganas News: নৌকা করে প্রশ্নপত্র পৌঁছল স্কুল সেন্টারে! মাধ্যমিকের জন্য জলপথে কড়া নিরাপত্তা
সুন্দরবনের নৌকা পথে মাধ্যমিকের প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হল স্কুল সেন্টারে। রাজ্যে আজ শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দিনে আঁটোসাঁটো নিরাপত্তায় নদী পথে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়েছে সুন্দরবন এলাকায়।
North 24 Parganas News: নৌকা করে প্রশ্নপত্র পৌঁছল স্কুল সেন্টারে! মাধ্যমিকের জন্য জলপথে কড়া নিরাপত্তা
সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে স্কুল অবজারভাররা বাংলা প্রশ্নপত্র নিয়ে কড়া নজরদারি ও নিরাপত্তায় জলপথে নদী পারাপার করেছেন। সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল সন্দেশখালীর বেতনি, ছোট কলাগাছি নদী-সহ একাধিক নদীর পথে। ছবি প্রতীকী
North 24 Parganas News: নৌকা করে প্রশ্নপত্র পৌঁছল স্কুল সেন্টারে! মাধ্যমিকের জন্য জলপথে কড়া নিরাপত্তা
ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয় তার জন্য পুলিশি নজরদারির পাশাপাশি ফেরিঘাটে নৌকার সংখ্যা বাড়ানো হয়েছে। ছবি প্রতীকী, তথ্য জুলফিকার মোল্লা।