

♦ ‘‘শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা । শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা ॥’’ শ্বেতপদ্মে আসীন দেবী সরস্বতীর পুজোর বাকি আর মাত্র কয়েকটাদিন ৷ সামনেই মাঘ মাসের শুক্ল পঞ্চমী ৷ আর সেদিনই বাগদেবীর পুজোয় মাতবে গোটা বাংলা ৷ ছবি: দেবমাল্য দাস ৷


♦ ইতিমধ্যেই কুমোরটুলি জোর প্রস্তুতি ৷ চলছে শেষ মুহূর্তের তুলির টান ৷ ছবি: দেবমাল্য দাস ৷ এর পাশাপাশি স্কুল-কলেজেও উত্তেজনা তুঙ্গে ৷ চাঁদা তোলার কাজ চলছে ৷ এর পাশাপাশি বাজারে গিয়ে কেনাকাটার দায়িত্ব পড়ছে কাদের কাঁধে, কিংবা ফল কাটবে কে? আচ্ছা পুরোহিত হিসেবে দায়িত্বটা স্কুলের কোনও টিচারের কাঁধে দেওয়া যায়! নাকি বাইরে থেকেই পুরোহিত জোগাড় করা হবে, এই নিয়ে আলোচনা চলছে জোর কদমে ৷ তবে জানেন কী বসন্ত পঞ্চমীর দিন এমন কয়েকটি কাজ রয়েছে, যা করলে আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে ৷ বংশ থেকে শিক্ষা-দীক্ষা দূর হয়ে যায় ৷ ছবি: দেবমাল্য দাস ৷


♦ এইদিন বাগদেবীর পুজোর পাশাপাশি হিন্দুরা পিতৃতর্পণও করেন ৷ এরই সঙ্গে কামদেবেরও পুজো করা হয় বসন্ত পঞ্চমীতে ৷ ছবি: দেবমাল্য দাস ৷


♦ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন কালো রঙের পোশাক না পরাই ভাল ৷ এ দিন হলুদ, সাদা কিংবা সবুজ রঙের পোশাক পরুন ৷ ছবি: সংগৃহীত ৷


♦ এটা প্রাকৃতিক উৎসব ৷ বসন্তকালে প্রকৃতি সেজে ওঠে তার অনন্য সৌন্দর্যের ডালি নিয়ে ৷ তাই এ দিন ফসল কাটার কাজ করা থেকে বিরত থাকুন ৷ এর পাশাপাশি কোনও গাছ কাটবেন না ৷ ছবি: সংগৃহীত ৷


♦ ভুলেও এইদিনটিতে কাউকে কটু কথা বলবেন না ৷ শাস্ত্র বলে, এদিন নাকি মা সরস্বতী জিহ্বাতে অধিষ্ঠান করেন ৷ সেই কারণে তাঁর বাণী স্মরণে রাখুন আর ক্রোধ থেকে দূরে থাকুন ৷ ছবি: সংগৃহীত ৷


♦ এই দিনটি যেহেতু পিতৃতর্পণ করা হয়, তাই ভুলেও এদিন কলহ-বিবাদে জড়াবেন না ৷ এতে পূর্ব পুরুষরা কূপিত হন ৷ ছবি: সংগৃহীত ৷


♦ স্নান সেরে তবেই আহার গ্রহণ করুন ৷ প্রথমে সরস্বতী বন্দনা করুন এবং মা সরস্বতীকে ভোগ নিবেদন করুন ৷ ছবি: সংগৃহীত ৷