

♦ গত দেড় বছর ধরে টেলি দুনিয়ায় ‘করুণাময়ী রানি রাসমণি’কামাল দেখিয়েই চলেছে ৷ টিআরপি’র নিরিখে এক থেকে তিন নম্বরে ঘোরাফেরা করছে সব সময়ই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ এর মাঝে এই ধারাবাহিকের চরিত্রগুলির কথা বলার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ৷ তা নিয়ে চ্যানেলের তরফে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান বাণী শোনা গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ এরই সঙ্গে মঞ্চে গান গেয়েও কম ট্রোলড হননি এই ধারাবাহিকের মুখ্যাভিনেত্রী দিতিপ্রিয়া রায় ! এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছে অভিনেত্রী ৷ যতই সমালোচনার ঝড় বয়ে যাক না কেন, টিআরপি রেটিং বরাবরই ভাল দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’র ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ এর মাঝেই চলে গিয়েছে সরস্বতী পুজো ৷ এখনও স্কুলের গণ্ডী পেরোয়নি দিতিপ্রিয়া ৷ পড়াশোনা চলছে পাঠভবনে ৷ আর বাগদেবীর আরাধনায় যে দিতিপ্রিয়া মেতে উঠবেন সেটাই তো স্বাভাবিক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ আর পাঁচটা বাঙালি মেয়ের মতো, পাটভাঙা শাড়িতে অন্যভাবে সেজে উঠল দিতিপ্রিয়া ৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


♦ এখানেই শেষ নয় ‘করুণাময়ী রানি রাসমণি’র কলাকুশলীরা মেতে উঠলেন আনন্দে ৷ বাদ ছিলেন না দিতিপ্রিয়াও ৷ সকলে মিলে এদিন বাসন্তী রঙে নিজেকে সাজিয়ে নিয়েছিল। সরস্বতী পুজো আয়োজিত হয় সিরিয়ালের সেটেই। সেখানে হাজির ছিলেন দিতিপ্রিয়া, গৌরব, আব্দুন নূররা । ছবি: ইনস্টাগ্রাম ৷