

•প্রতিবেশী যখন শত্রুর রূপ নেয়, তার অবস্থা যে কী হয় তা এই ঘটনাই প্রমাণ করল। মহিলার একা থাকার সুযোগ নিয়ে তাঁর ঘরে ঢুকে পড়ল প্রতিবেশী যুবক। শ্লিলতাহানীর প্রতিবাদ করতেই নির্যাতিতার মুখ জোর করে ঢেলে দেওয়া হল অ্যাসিড। তাতেই থামল না অত্যাচার। সামনে থাকা ধারাল অস্ত্র দিয়ে কোপ বসানো হল মহিলার পেটে।Representative Image


•ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদায়ুঁ জেলার সিক্রি গ্রামে। যেখানে ৩০ বছরের মহিলার ওপর হামলা চালায় প্রতিবেশী। নির্যাতিতা নিজের ৩ সন্তানকে নিয়ে থাকতেন। স্বামী কর্মসূত্রে দিল্লি নিবাসী।Representative Image


•নির্যাতিতাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা বেশ গুরুতর। তাই চিকিৎসকরা তাঁকে বরেলি শহরের হাসপাতালে রেফার করেছেন।Representative Image


•পুলিশ সূত্রের জানা গিয়েছে যে, সোমবার রাতে অভিযুক্ত সত্যেন্দ্র তাঁর বাড়িতে ঢুকে পড়ে। শুরু হয় নির্যাতন। তখনই প্রতিবাদ করেন মহিলা এবং চিৎকার করে গোটা গ্রামে সাড়া ফেলে দিতে চান তিনি। এতেই প্রথমে কিছুটা ঘাবড়ে যায় অভিযুক্ত। তারপরই শুরু করে মারধর। তবে ততক্ষণে পাড়ার অন্যরা জেগে ওঠেন। এবং মহিলাকে সাহায্য করে আসেন। খবর দেন পুলিশেও। Representative Image