

•এই ঘটনা মনে করিয়ে দিল দিল্লির নির্ভয়ার কথা৷ যেভাবে চলেছিল চলন্ত বাসে নির্ভয়ার ওপর অত্যাচার, তেমন নারকীয় পরিস্থির মুখোমুখি হলেন উত্তরপ্রদেশের এক মধ্যবয়স্ক মহিলা৷ গণধর্ষণের পর চলল অমানবিক অত্যাচার৷


•ঘটনা উত্তরপ্রদেশের উঘাইতি থানা এলাকার, বাদুয়ান জেলার৷ রবিবার বিকেল স্থানীয় এক মন্দিরে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু তিনি আর ফিরে আসেননি৷


•স্থানীয়রা জানিয়েছেন যে রাত ১২টার সময় একটি চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হয় রক্তাক্ত মহিলাকে৷ মধ্যরাতেই মৃত্যু হয় নিগৃহীতার৷ জানা গিয়েছে চরম অত্যাচারের পর মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল অভিযুক্তরা৷ নিয়ে যাওয়া হয় চান্দৌসিতে৷


•মৃতার আত্মীয়রা জানান যে, স্থানীয় থানায় যোগাযোগ করা হলে কোনও পুলিশ আধিকারিক গুরুত্ব দেননি৷ কোনও পুলিশ আধিকারিক আসেননি অভিযোগ দায়ের করতে৷ ১৮ ঘণ্টা পর মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ৩ সদস্যের চিকিৎসক দল তার ময়নাতদন্ত করেন৷ তার মধ্যে এক মহিলা চিকিৎসকও ছিলেন৷


•ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে যে, মহিলার যৌনাঙ্গে প্রচুর ক্ষতচিহ্ন মিলেছে৷ বুকের পাঁজর ও পায়ের হাড় ভেঙেছে৷ এমনকী ফুসফুসেও ভারি বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন স্পষ্ট৷ যার ফলেও তার শরীর থেকে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, বলে জানান চিকিৎসকরা৷