

*দড়ি দিয়ে বেঁধে, বাঁদরের ওপর নির্মম অত্যাচার। একের পর এক লাঠির আঘাতে যখন মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট বাঁদরটি, তখন তাকে মাখানো হয় কালি। ছবি: সংগৃহীত।


*পৈশাচিক অত্যাচারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিটে। বাঁদরকে অত্যাচারের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে। ছবি: সংগৃহীত।


*ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে বাঁদরটিকে লাটই দিয়ে মারছেন কয়েকজন যুবক। লাঠির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়লে, তাঁকে সেই লাঠি দিয়েই খোঁচানো হচ্ছে বারে বারে। শেষ পর্যন্ত তার গায়ে কালো রং ঢেলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।


*যদিও শেষ পর্যন্ত দড়ি আলগা হয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বাঁদরটি। আক্রোশ তখনও না কমায় তার পিছনে ছুটতে শুরু করেন অত্যাচারকারী যুবকরাও। যদিও তাকে ধরা যায়নি। ছবি: সংগৃহীত।


*নারকীয় এই ঘটনা জানাজানি হওয়ার পরই তদন্তে নামে জেলার বন বিভাগ। জেলায় নিযুক্ত বন দফতরের আধিকারিকের তৎপরতায় চার যুবককে গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত।