চাকরি পেতেই হবে! লোভের বশে চাকুরীরত বাবাকে খুন করল 'গুণধর' ছেলে! নৃশংসতায় স্তম্ভিত দেশ...
*চাকরীর লোভে চাকুরীরত বাবাকে খুন করল 'গুণধর' ছেলে।চরম নৃশংস ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়। ৫৫ বছরের কৃষ্ণ রাম রামগড়ের সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেডে কর্মরত ছিলেন।
1/ 5


*চাকরীর লোভে চাকুরীরত বাবাকে খুন করল গুণধর ছেলে।চরম নৃশংস ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়। ৫৫ বছরের কৃষ্ণ রাম রামগড়ের সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেডে কর্মরত ছিলেন। তাঁকে গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।
2/ 5


*বৃহস্পতিবার সকালে মৃত কৃষ্ণ রামের গলা কাটা দেহ উদ্ধার হয়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল কোল ফিল্ডের বারকাখানা অর্থাৎ হেড অফিসের হেড সিকিউরিটি পদে কর্মরত ছিলেন কৃষ্ণ। প্রতীকী ছবি।
3/ 5


*প্রকাশ চন্দ্র মাহাতো (SDPO) শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, কৃষ্ণ রামের ছেলে (৩৫) সংস্থার কোয়ার্টারের মধ্যেই বুধবার রাতে তাঁকে খুন করে। প্রতীকী ছবি।
4/ 5


*পুলিশ ঘর থেকে খুনের অস্ত্র অর্থাৎ একটি ছোট হ্যামার ছুরি এবং মৃত কৃষ্ণ রামের মোবাইল ফোনটি উদ্ধার করেছে। ইতিমধ্যেই পুলিশ মৃতের বড় ছেলেকে গ্রেফতার করেছে। প্রতীকী ছবি।