নক্কারজনক ধর্ষণ ও খুন - এইরকম বিশেষণই ব্যবহার হয় সিমলা-র বহুচর্চিত গুড়িয়া রেপ ও খুন মামলায় (Guria rape and murder) ৷ এই ভীষণ ভয়ানক ঘটনার তদন্তের দায়িত্বে ছিল সিবিআই৷ এখন তাদের তদন্তের নিরিখে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ পরিজনরা যেখানে বাড়ির মেয়ের ওপর হওয়ার নৃশংস ঘটনার বিচারের আশায় বসে আছেন, সেখানে সিবিআই শুরু সিমলায় থাকার জন্য এখনও অবধি ২১ লক্ষ ৭০ হাজার টাকা হোটেল খরচ করে ফেলেছে৷ তবে বিচারের কোনও আশা এখনও তারা দেখাতে পারেনি! Photo- Representative
গুড়িয়া কেসের ট্রায়াল এখন জেলা আদালত স্তরে রয়েছে৷ এর সঙ্গে যুক্ত রয়েছে সূরয হত্যাকাণ্ড যা চন্ডিগড়ে সিবিআই কোর্টে চলছে৷ এখন প্রশ্ন উঠছে তাহলে সরকারি ফান্ডের টাকা কার্যত নয়ছয় করার জন্যেই এইসব হচ্ছে৷ গত বছরে এইরকম ভাবেই ট্যাক্সির বিল নিয়েও ঘটনা সামনে এসেছিল৷ সেটা প্রায় ৬৪ হাজার টাকার বিল ছিল৷ এর অভিযোগ প্রধানমন্ত্রীর হেল্প লাইনে করা হয়েছিল৷ Photo- Representative
এদিকে গুড়িয়ার আত্মীয়রা এখনও সুবিচারের আশায় ঘুরছেন৷ সুবিচারের জন্য হাইকোর্ট -সুপ্রিম কোর্টের দরজায় দরজায় ঘুরছেন৷ পরিবার হাইকোর্টের নজরদারিতে ফের তদন্তের দাবি করেছেন৷ ১৫ অক্টোবর ফের যাচিকা দায়ের করা হয়েছে৷ তাঁদের অভিযোগ চার ফুটের অনিল কুমার ওরফে নীলু এই নক্কারজনক কাজ করেছিলেন৷ Photo- Representative