

*ছেলে নিয়মিত মদ্যপান করে। তা নিয়ে মাঝে-মধ্যে বকাবকি করেছেন মা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং যতদিন গিয়েছে, বেড়েছে সেই নেশার পরিমাণ। তাতে যে ছেলের প্রতি আময়ের অপত্য স্নেহ কমেছিল, তা নয়। তবে এ দিন যে ঘটনা ঘটেছে তাঁর মৃত্যুর সময়, পর্যন্ত বেঞ্চের থার শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারেননি বৃদ্ধা। প্রতীকী ছবি।


*হ্যাঁ। যা পড়ছেন তা এক বর্ণ বানিয়ে বলা হয়। এই ঘটনা একেবারে সত্যি। মদ্যপানে আপত্তি জানানোয়, 'গুণধর' মদ্যপ ছেলে মাকে খুন করে, তাঁকে চিতার জ্বালিয়ে, সেই আগুনে মাংস রান্না করে খেয়েছে। নৃশংস ঘটনাটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। প্রতীকী ছবি।


*শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিল মা-কে খুনে অভিযুক্ত প্রধান সয় (৩৫)। সেই সময় মা সুমি সয় (৬০) নামে ছেলের এই অবস্থার জন্য তাকে বকাবকি করেন। এরপরেই জ্ঞানশূন্য হয়ে চ্যালাকাঠ দিয়ে মা-কে মারতে শুরু করে প্রধান। কিচ্ছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রতীকী ছবি।


*প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, মায়ের মৃত্যুর পড়েও কোনও শোক-তাপ ছিল না ছেলের। নির্বিকারে সে বাড়ির উঠোনের চিতা সাজিয়ে সেখানেই মায়ের দেহ দাহ করতে শুরু করে। এখানেই শেষ হয়নি নৃশংসতা। এরপর প্রধান মায়ের চিতার আগুনে মাংস রান্না করে মদ দিয়ে আবার সেই মাংস খায়। প্রতীকী ছবি।


*কিন্তু এইসবের পড়েও বিন্দুমাত্র ভেঙে পড়েনি অভিযুক্ত। বরং পরের দিন সকালে মায়ের আধপোড়া দেহ স্টোভে পোড়ানোর চেষ্টা করছিল। সেই সময় তাঁকে দেখে ফেলে বোন। সেই প্রতিবেশীদের খবর দেয়। এরপর পুলিশে খবর দিলে অভিযুক্ত ছেলে প্রধানকে গ্রেফতার হয়। প্রতীকী ছবি।