

• ঘটনার এতদিন পর হঠাৎই পেটে ব্যথা অনুভব করে কিশোরী। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা যায়, সে ১৭ সপ্তাহের অন্তঃস্বত্তা। পুলিশ সোমবার জানায়, এই ঘটনার পরে তিন যুবকের নামে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর মা বাবা। (প্রতীকী চিত্র)


• অভিযোগে বলা হয়েছে, তিন যুবক ওই কিশোরীকে সর্ষে ক্ষেতের মধ্যে ধরে নিয়ে যায়। চার মাস আগে এই ঘটনা ঘটেছিল। তারপর ওই ক্ষেতের মধ্যেই কিশোরীকে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, শেষ চারমাসে একাধিকবার এই কিশোরীকে ধর্ষণ করে ওই তিনজন। (প্রতীকী চিত্র)


• আক্রান্ত কিশোরীর মা জানিয়েছেন, মেয়ে হঠাৎ করে একদিন পেটে ব্যথার কথা বললে তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ২৩ মে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, মেয়ে ১৭ মাসের সন্তানসম্ভবা। (প্রতীকী চিত্র)


• অভিযুক্তদের এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তিনজনের বিরুদ্ধেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। (প্রতীকী চিত্র)