বর্তমানে সারা পৃথিবী করোনা সংক্রমণের মতো মারণ ব্যধির সঙ্গে লড়াই করছে ঠিক তেমনিই আরও এক মারণ সংক্রমণ এই সময়ে সকলের ঘুম উড়িয়েছে তা হল বিভিন্ন ভুয়ো খবর ৷ সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন প্ল্যাাটফর্ম দিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে ত্রস্ত অবস্থা সকলের ৷ এরকমভাবেই হোয়াটসঅ্যাপে একটি যোজনার কথা ঘুরছে ৷ যার নাম পিএম ধনলক্ষ্মী যোজনা (PM Dhan Laxmi Yojana) ৷ এই মেসেজ অনুসারে সরকারের পক্ষ থেকে মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে যাতে কোনও সুদ দিতে হবে না ৷ Photo- Representative
কিন্তু এই মেসেজ পুরোপুরি ভুয়ো ৷ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে বিবৃতি -এইরকম কোনও যোজনা চলছে না ৷ এরকম কোনও মেসেজে ভরসা না করতে বলা হয়েছে ৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেসেজ পাঠিয়ে ফ্রড করা হচ্ছে, মেসেজে কী আসে? এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে প্রধানমন্ত্রী ধণলক্ষ্মী যোজনা দেশের ওই মহিলাদের মাথায় রেখে করা হয়েছে, যাঁরা নিজেরা ব্যবসা করতে চান ৷ স্বরোজগার হয়ে আত্মনির্ভর হয়ে ওঠার সুযোগ ৷ ৷
PIB Fact Check- বলে দেওয়া হয়েছে এই পুরো প্রকল্পটাই মিথ্যা ৷ কেন্দ্র সরকারের এ রকম কোনও যোজনা নেই ৷ প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকারের নীতি নিয়ে সমস্ত সংবাদমাধ্যমকে সক্রিয় হয়ে এই ফেক নিউজ আটকাতে বলেছে ৷ পিআইবি প্রস্তাব দিয়েছে । সরকারের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ৷ দেশ এই মুহূর্তে করোনা আবহের মধ্যে দিয়ে চলেছে, আর যারা ফ্রড করে তারা এই খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের আখের গুছিয়ে নিতে চাইছে৷ তাই এই সময়েই তারা এই মিথ্যে প্রকল্পের টোপ দিয়ে মেয়েদের ক্ষতি করতে চাইছে৷ বা পরিবারকে লুঠতে চাইছে ৷ তাই মেসেজে আসা এ রকম কোনও লিঙ্ক যেন ক্লিক না করা হয় ।৷