

বিহারের রাজধানী পটনায় এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ অপরাধমূলক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পরেও কোনও ভাবেই অপরাধের পরিমাণ কমছেনা ৷ এমনই এক অপরাধমূলক ঘটনা প্রকাশ্যে এসেছে যা দেখতে পাওয়া গিয়েছে পটনার বাহাদূরপুর থানা এলকায় আজিমাবাদ কলোনির ঘটনা ৷ প্রেমের ঘটনার মর্মান্তিক পরিণতি লক্ষ্য করা হয়ে গিয়েছে ৷


নিউ আজিমগড় কলোনিতে গলা কাটা এক যুবকের মৃতদেহ লক্ষ্য করা গিয়েছে ৷ তৎক্ষণাৎ ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে ৷


ঘটনার বিরোধিতা করে স্থানীয় লোকেরা জমায়েত শুরু করেছে ৷ সমগ্র ঘটনায় এলাকা জুড়ে পরিবেশ থমথমে ৷ দোষীদের কড়া শাস্তি দেওয়ার লক্ষ্যে তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে নালন্দা মেডিক্যাল কলেজে ৷


জানতে পারা গিয়েছে বাহাদূরপুর থানার অন্তর্গত সন্দলপুরের নিবাসী স্বর্গীয় সঞ্জয় ১৮ বছরের সন্তান অংশু কুমার তাঁর পাড়ার একটি মেয়েকে ভালবাসত ৷ একদিন এমনই হয়েছে যখন মেয়েটি তাঁর পাড়ায় ডেকে পাঠিয়েছে মেয়েটিকে ৷ মেয়েটির ডাকে সাড়া দিতেই অংশু বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ এরপরেই তিনি বাড়িতে আর ফেরেননি ৷


তারপরেই আজ সকালেই আজিমগড় কলোনিতে অংশুর মাথাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ মৃতের এক বন্ধু রোশন কুমারের দাবি মেয়েটির ভাই আব্রাহাম মালিক অংশুকে বারেবারে খুন করার হুমকি দিতেন ৷