এই পুরো খুনের ভিডিওটি সেখানের সিসিটিভিতে রেকর্ড হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে মহিলার গলা ও ঘাড় থেকে হু হু করে রক্ত বেরোচ্ছে৷ আর এই অবস্থায় দোকানের সিঁড়িতে কাতরাতে কাতরাতে পড়ে যান প্রিয়া আগরওয়াল নামের ওই মহিলা৷ মেয়েটি মাকে ওই অবস্থায় দেখে তার দিকে ছুটে আসে৷ কিন্তু ওই মহিলা শিশুটিকে দূরে সরিয়ে দেয়৷ অন্যদিকে খুনি এরপরে নিজের স্কুটারে উঠে সেখান থেকে চলে যায়৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই নৃশংস হত্যার খবর সামনে এনেছে৷ Photo-Collected
এএসপি রাজেশ রঘুবংশী জানিয়েছেন প্রিয়াকে ফাঁকা প্লটে ডেকে পাঠায় অভিযুক্ত৷ সেখানেই নিজেকে মেয়েকে নিয়ে আসলে তার সামনেই ছুরি হাতে আক্রমণ চালায় অভি়যুক্ত৷ স্থানীয় দোকানের সিসিটিভি ক্যামেরায় খুনের পুরো ভিডিও রেকর্ড হয়ে যায়৷ স্থানীয় ব্যক্তিরা রক্তাপ্লুত মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ Photo-Collected