

উত্তরপ্রদেশের মেরঠে নক্কারজনক ঘটনা। একটি বেসরকারি হাসপাতালে যা ঘটনা ঘটল তাতে লজ্জা পাচ্ছে মানবিকতা বোধ৷ প্রশ্ন উঠছে আইনের শাসন নিয়েও? এক প্রসূতি মহিলা প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন৷ সেখানে প্রসবকালে তাঁর সন্তানের মৃত্যু হয়৷ এরপর মৃত বাচ্চাটির মাকে হাসপাতালকর্তৃপক্ষ বন্দি বানিয়ে নেন৷ জানিয়ে দেন ২০ হাজার টাকার বিল না জমা দিলে ভদ্রমহিলাকে বাড়ি যেতে দেওয়া হবে না৷ অর্থাৎ ডিসচার্জ করানোর জন্য তাঁদের বিল পেমেন্ট না করালে মহিলাকে ছাড়া হবে না৷ তবে এটা ঘটনার শুধুমাত্র হিমবাহের চূড়া! Photo- Representative


আত্মীয়দের অভিযোগ মহিলাকে ডেলিভারি করানোর জন্য হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু প্রসব করানোর সময় কোনও চিকিৎসক উপস্থিতই ছিল না৷ বাচ্চার জন্ম দেওয়ার কাজ করছিলেন হাসপাতালের কোনও চাকরের কাজ করা মহিলা! পরিবারের অভিযোগ এই জন্যেই শিশু জন্মের পর তার মৃত্যু হয়৷ এদিকে হাসপাতালে এই ধরণের ঘটনার কোনও দায়িত্ব নিতে সম্পূর্ণ রূপে অস্বীকার করে৷ পাশাপাশি মহিলাকে ডিসচার্জ করাতে হলে পুরো টাকা দিতে হবে এই শর্ত রাখে৷Photo- Representative


সন্তান হারানোর দুঃখ , শারীরিক অসুস্থতার জেরে পীড়িত মহিলার স্বামী চিফ মেডিক্যাল অফিসার ডক্টর রাজকুমার সৈনি -র কাছে অভিযোগ জানান৷ এরপর চিকিৎসকদের একটি দল ওই হাসপাতালে যায়৷ তারাই ওই মহিলার পুরো বিল মকুব করানোর কথা বলেন৷ তবে ওই মহিলাকে ডিসচার্জ করাতে পারে পরিবারের লোকজন৷Photo- Representative


সিএমও রাজকুমার সৈনি জানিয়েছেন অভিযুক্ত গোহর হাসপাতালকে নোটিশ দেওয়া হয়েছে৷ মামলার তদন্ত চলছে৷ জেলা অধিকারী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গম্ভীর৷ হাসপাতালের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম সাজাদানের কথা বলেছেন তিনি৷Photo- Representative