ফের নক্কারজনক ধর্ষণের ঘটনা চমকে দিচ্ছে সকলকে ৷ সেই ঘটনাস্থল উত্তরপ্রদেশের ৷ যেভাবে পরিবারের সকলে মিলে ঘটচনাটি ঘটিয়েছে তাতে স্তম্ভিত হয়ে যেতে হয় ৷ Photo- Representive
2/ 5
ঘরে বাড়িতে একা ছিলেন মামী ৷ আর সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে তাঁর ভাগ্না ৷ রাতে ঘরের বাইরে শৌচকার্যের জন্য বেরিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে বন্দুক দেখিয়ে ধরে ফেলে ভাগ্না ৷ Photo- Representive
3/ 5
ভদ্রমহিলার স্বামী কাজ করেন গুজারতে তাই ২৪ বছরের মহিলা একাই বাড়িতে থাকেন ৷ ভাগ্না এসে তাঁকে রেপ করে ৷ Photo- Representive
4/ 5
গোটা ঘটনার ভিডিও করেছিলেন ভদ্রমহিলার জা ৷ তিনিও পরে বন্দুক ধরেছিলেন ৷ পাশাপাশি মেয়েটিকে জানিয়ে দেন সে যদি কাউকে বলে দেয় তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে ৷ Photo- Representive
5/ 5
ফতেহপুর জেলার এই ঘটনার দু একদিন বাদে অবশেষে ধর্ষিতা মহিলা সাহস করে পুলিশের কাছে রিপোর্ট করেন ৷ Photo- Representive