লখনউতে ধর্ষণের শিকার, ৮০০ কিলোমিটার পেরিয়ে নাগপুরে গিয়ে এফআইআর নির্যাতিতার
নির্যাতিতার বয়ান অনুযায়ী, ২০১৮ সালে কাজের সন্ধানে নেপাল থেকে ভারতে আসেন তিনি৷ গত মার্চ মাস থেকে লখনউতে এক মহিলা বন্ধুর সঙ্গে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকছিলেন তিনি৷


উত্তর প্রদেশের লখনউতে ধর্ষণ শিকার হয়ে ৮০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের নাগপুরে এফআইআর দায়েরকরলেন নির্যাতিতা! সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নেপালের নাগরিক এক মহিলা নাগপুরেরকোরাডি পুলিশ স্টেশনে এই ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷প্রতীকী ছবি


জানা গিয়েছে, নির্যাতিতাকে পুলিশের কাছে অভিযোগ না জানানোর জন্য হুমকি দিয়েছিল ধর্ষণে অভিযুক্তব্যক্তি৷ তাই কোনওক্রমে লখনউ থেকে পালিয়ে নাগপুরে পৌঁছে এক বন্ধুর সাহায্যে সেখানকার পুলিশস্টেশনে জিরো এফআইআর দায়ের করেন ওই মহিলা৷ জিরো এফআইআর-এর ক্ষেত্রে ঘটনা অকুস্থল যেখানেইহোক না কেন, অন্য যে কোনও থানায় অভিযোগ দায়ের করা যায়৷ পরে সংশ্লিষ্ট থানায় অভিযোগটিতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়৷প্রতীকী ছবি


নির্যাতিতার বয়ান অনুযায়ী, ২০১৮ সালে কাজের সন্ধানে নেপাল থেকে ভারতে আসেন তিনি৷ গত মার্চমাস থেকে লখনউতে এক মহিলা বন্ধুর সঙ্গে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকছিলেন তিনি৷ ওই বন্ধুই তাঁকেভিডিও কলের মাধ্যমে প্রবীণ রাজপাল যাদব নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দেয়৷ সে লখনউয়েরবাসিন্দা হলেও দুবাইতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল৷প্রতীকী ছবি


নির্যাতিতার অভিযোগ, নিজের ওই মহিলা বন্ধুর কাছে দেড় লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন তিনি৷ কিন্তু পরেসেই টাকা চাইলে ওই বন্ধু তা দিতে অস্বীকার করে উল্টে তাঁকে মারধর এবং হেনস্থা করে৷ বিষয়টিপ্রবীণকে জানালে সে ওই নেপালি মহিলাকে লখনউয়ের একটি হোটেলে ঘর বুক করে সেখানে চলে যেতেবলে৷প্রতীকী ছবি


কিছুদিন বাদে দুবাই থেকে অভিযুক্ত প্রবীণ রাজপাল যাদব লখনউতে ফিরে ওই হোটেলে গিয়ে নেপালেরবাসিন্দা ওই মহিলার সঙ্গে দেখা করে৷ অভিযোগ, তখনই মাদক খাইয়ে ওই মহিলাকে আচ্ছন্ন করে তাঁকেধর্ষণ করে ওই অভিযুক্ত ব্যক্তি৷ এর পর নির্যাতিতার আপত্তিকর কিছু ছবি এবং ভিডিও তুলে নেয় সে৷পরে লখনউতে নিজের এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েও একই ভাবে নির্যাতিতাকে ফের ধর্ষণ করেঅভিযুক্ত৷প্রতীকী ছবি


নির্যাতিতার দাবি, আপত্তিকর ওই ছবিগুলি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করে দেয় অভিযুক্ত৷হুমকি দিয়ে সে বলে, ঘটনার কথা পুলিশকে জানালে ছবি এবং ভিডিও ভাইরাল করে দেবে সে৷ এর পরকোনওক্রমে লখনউ থেকে পালিয়ে ৮০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে গত ৩০ সেপ্টেম্বর নাগপুরে পৌঁছন ওই নির্যাতিতা৷ নিজের এক নেপালি বন্ধুর সাহায্যে কোলাডি পুলিশ স্টেশনে প্রবীণ রাজপাল যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি৷প্রতীকী ছবি