হায়দরাবাদে মহিলা পশু চিকিৎসককে ধর্ষণের ঘটনায় যখন গোট দেশ উত্তাল সেখানে দেশের আরেক প্রান্ত নৃশংস অত্যাচারের শিকার হলেন আরেকজন ৷ চাঞ্চল্যকর বিষয়টি হল এই ক্ষেত্রে রক্ষকই ভক্ষক ৷ চেনের সঙ্গে বেঁধে রেখে নিজের মেয়েকে বারেবারে ধর্ষণ করল নিজের বাবা ৷
2/ 4
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানে ৷ সম্প্রতি ১৭ বছরের এই যুবতী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ৷
3/ 4
নির্যাতিতা জানিয়েছে, সে তার বাবাকে অন্য একজনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ৷ এরপর তাকে ঘরে বন্ধ করে দেয় তার বাবা ৷ অন্য কাউকে যাতে এই বিষয়ে কিছু না বলে সেই জন্য শিকলের সঙ্গে বেঁধে কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণ করে তার বাবা ৷
4/ 4
বেশ কয়েকদিন পর কোনওক্রমে সেখানে থেকে পালিয়ে যেতে সফল হয় মেয়েটি ৷ এরপর মামারবাড়ি গিয়ে পুরো বিষয়টি জানায় ৷ স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷