রাতে খাওয়ার জন্য বন্ধু ডিমের কারি রান্না করেনি ৷ সেই রাগে তাঁকে খুনই করে ফেলল এক ব্যক্তি৷ এমনই নৃশংস ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রতীকী ছবি
2/ 5
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নাগপুরের মানকাপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে৷ মৃত ব্যক্তির নাম বেনারসি৷ একটি গ্যারাজের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷প্রতীকী ছবি
3/ 5
মৃতের দেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল৷ মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুুলিশ৷ তদন্তকারীরা জানতে পারেন, গৌরব গায়কোয়াড় নামে মৃতের এক বন্ধু এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত৷ শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুুলিশ৷প্রতীকী ছবি
4/ 5
জানা গিয়েছে, শুক্রবার রাতে গৌরবকে রাতে খাওয়ার জন্য ডাকে বেনারসি৷ এর পর দু' জনে গভীর রাত পর্যন্ত মদ্যপান করে৷ কিন্তু বেনারসি ডিমের কারি রান্না করেনি শুনেই রেগে যায় গৌরব৷ প্রতীকী ছবি
5/ 5
এর পরই দু' জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়৷ আচমকাই বেনারসির মাথায় রড দিয়ে আঘাত করে গৌরব৷ যার জেরে মৃত্যু হয়ে ওই ব্যক্তির৷ পুলিশও জানিয়েছে, ডিমের কারি রান্না না করার কারণেই বেনারসিকে খুন করেছে গৌরব{ প্রতীকী ছবি