ছোট মেয়েটি বারংবার চিৎকার করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য করুণ আবেদন করছিল ৷ কিন্তু সেই ব্যক্তি অচল ৷ এরপর আসরে আসে তার ১২ বছরের বড় মেয়ে এবং এই দুই বোনের ছোট ভাই ৬ বছরের একটি ছেলে ৷ তারাও একইভাবে বাবাকে বলে তাদের বোনকে ছেড়ে দিতে ৷ কিন্তু সেটা কোনওভাবেই করছিলেন না ওই ধর্ষক ৷ Photo- Representive