পণের দাবিতে অত্যাচারিত বধূ ও তাঁর পরিবার ৷ উত্তরপ্রদেশের বরেলির নাকাটিয়া এলাকার বাসিন্দা মহম্মদ আশফাকের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় পিলভিটের বাসিন্দা গান্থা রেহমানের মেয়ে চাঁদ বি-এর সঙ্গে ৷ ফুড কর্পোরেশনে কর্মরত রেহমান বিয়ের সময়ই ১০ লাখ টাকা পণের দাবি মিটিয়েছিলেন ৷ তাতে অবশ্য মেলেনি নিস্কৃতি ৷ বরং এমন বেআইনি কাজে বেড়ে গিয়েছিল লোভ ৷