

#মালদহ: ভোটের আগে মালদহের কালিয়াচকে অস্ত্র তৈরির গোপন ডেরায় হদিশ। এসটিএফ ও কালিয়াচক থানার পুলিশের যৌথ অভিযান। উদ্ধার একটি অত্যাধুনিক পিস্তল, ম্যাগাজিন আরো বেশ কয়েকটি অসম্পূর্ণ পিস্তল। অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতিও আটক করা হয়েছে। ঘটনায় বিহারের মুঙ্গেরের বাসিন্দা দুইজন গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে করারি চাঁদপুর এলাকায় তিনটি বাড়িতে অভিযান এসটিএফ ও পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়া হবে।Photo-News 18 Bangla


কতদিন ধরে, কি উদ্দেশ্যে অস্ত্র তৈরি হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।আগামী বিধানসভা ভোট শান্তিপূর্ণ করতে এখন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন। এরপর বিভিন্ন জেলায় সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ।Photo-News 18 Bangla


এরইমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে কালিয়াচকের আলিপুর-১ গ্রাম পঞ্চায়েতের করারি চাঁদপুর এলাকায় হুমায়ুন শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও বাড়ির মালিককে পাওয়া সম্ভব হয়নি। বাড়ির ছাদে অস্থায়ী ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরেই বানানো হচ্ছিল বিভিন্ন আগ্নেয়াস্ত্র।


এজন্য বিহার থেকে অস্ত্র তৈরিতে দক্ষ বেশ কয়েকজন কর্মীকে আনানো হয়। পুলিশ ও এসটিএফের অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে যায় বিহারের মুঙ্গের জেলার মোহাম্মদ আজম এবং ফারুক আলম নামে দুই যুবক। এর আগেও ওই এলাকায় অস্ত্র চোরা কারবারের অভিযোগ উঠেছিল।Photo-News 18 Bangla


পুলিশের প্রাথমিক ধারণা বেশকিছুদিন ধরেই ওই এলাকায় বেআইনি অস্ত্র তৈরির কাজ চলছিল। এর পেছনে চক্রের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।এর আগে বিভিন্ন সময়ে বিহার থেকে কালিয়াচকের এবং মালদহের বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল। কিন্তু এদিনের অভিযানে স্পষ্ট, এবার বাইরে থেকে কর্মী আনিয়ে কালিয়াচকে বসে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র। যা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে পুলিশের। এই কারখানা থেকে আগে কত অস্ত্র তৈরি হয়েছে, কোথায় কোথায় সেই সব অস্ত্র গিয়েছে তাও তদন্ত চলছে।Input- Sebak DebSarma