1/ 4


সুরত (গুজরাত) -এ একটি পুলিশ স্টেশনে সাফাই অভিযান চলছিল৷ পুলিশ থানা এলাকায় মানুষের কঙ্কালের ভগ্নাবশেষ উদ্ধার হল! (Photo Courtesy- wikicommons) -Representative Image
2/ 4


পুলিশের এক আধিকারিক সোমবার বলেছেন, ‘‘রবিবার দুপুরে খটোদরা থানা এলাকায় ক্রেন দিয়ে যখন পুলিস স্টেশনে জমা থাকায় রদ্দি সরানো হচ্ছিল তখন সেখান থেকে একটি মানুষের কঙ্কালের অবশেষ উদ্ধার হয়৷ ’’ (File Photo)
3/ 4


অধিকারিক আরও জানিয়েছেন প্রায় দুই বছর বাদে পুলিশ থানা চত্বরে সাফাই অভিযান শুরু হয়েছিল৷ কঙ্কালের অবস্থা দেখে মনে হচ্ছে কঙ্কালটি তিন থেকে চার বছরের পুরনো৷ (Photo Courtesy- wikicommons) -Representative Image