

*স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ফসল পাঁচ বছরের কন্যা। তাই প্রবল আক্রোশে মেয়ের গোলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিল নির্মম বাবা। এখানেই শেষ নয়। ঘটনার মোড় ঘোরাতে সাজিয়ে ফেলেছিল অপহরণের গল্প। যদিও শেষরক্ষা হয়নি খুনি বাবার। শ্রীঘরে যেতে হয়েছে তাকে। প্রতীকী ছবি।


*চরম নির্মম এই ঘটনায় স্তম্ভিত গুজরাতের আনন্দ জেলার মুজকুভা জেলার বাসিন্দারা। কেউ যেন মেনেই নিতে পারছেন না ফুটফুটে মেয়েটা ঝুলে থাকায় দৃশ্যটা। এমন 'বাবা'র কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতীকী ছবি।


*'খুনি' বাবার নাম শৈলেশ পাধিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জেরায় শৈলেশ জানিয়েছে, সন্দেহ ছিল স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে আবদ্ধ। সেই নিয়েই সোমবার অর্থাৎ ২৫ জানুয়ারি স্ত্রীর সঙ্গে চরম অশান্তি হয় তার। তারপরেই স্ত্রীকে না জানিয়ে ছোট্ট মেয়ে 'পুরবী'কে নিয়ে কাঠ কুড়ানোর অছিলায় বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপরেই এমন নির্মম কাণ্ড ঘটায়। প্রতীকী ছবি।


*পুলিশকে শৈলেশ জানিয়েছে, মাঠে গিয়ে মেয়েকে একটি খালের পারে বসিয়ে গাছের ডাল কুড়াতে বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাসে সে যখন ফিরে আসে তখন মেয়ে আপন মনে কাঠ কুড়োচ্ছিল, তখনই কোমর থেকে বেল্ট খুলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়ের গোলায় ফাঁস দিয়ে দেয়। এরপর বাড়ি ফিরে এসে স্ত্রীর শরীর অসুস্থ দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মেয়ের কথা কিছুই জানায়নি। প্রতীকী ছবি।


*কিন্তু এতক্ষণ মেয়ে না দেখে সন্দেহ হয় শৈলেশের স্ত্রীর। মেয়ে কথায় জানতে চান তিনি। শৈলেশ জানে না বলার পরে প্রতিবেশীদের ডেকে সকলে মিলে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি তাঁকে। এরপর বেশ খানিকক্ষণ পরে শিশুটির নিথর দেহ উদ্ধার হয় খালপাড় থেকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতীকী ছবি।


*এ দিকে ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় শৈলেশের গতিবিধির ওপর। CCTV-র ফুটেজেও বেশ কিছু ছোব উঠে আসে সন্দেহজনক। এরপরেই তাকে থানায় ডেকে ম্যারাথন জেরা করা হলে ভেঙে পরে শৈলেশ। মেয়েকে খুনের কথা শিকার করে নেয় সে। প্রতীকী ছবি।


*কিন্তু কেন এমন নৃশংস ঘটনা ঘটাল সে? পুলিশি জেরায় শৈলেশ জানিয়েছে, স্বামী এবং স্ত্রী দু'জনেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অশান্তি লেগেই থাকত নিজেদের মধ্যে। এমনই এক অশান্তির সময় 'পূরবী' তার সন্তান নয় বলে জানিয়েছিল স্ত্রী। তারপরই সন্তানের প্রতি তীব্র আক্রোশ জন্মায় তার। তারপরেই এমন চরম সিধান্ত নেয় সে। প্রতীকী ছবি।