৮-র বালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন! দেহ শুকনো কুয়োর ফেলল ধর্ষক, ক্ষোভের আগুনে জ্বলছে দেশ
৮ বছরের বালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। এখানেই শেষ নয়। লালসা মেটাতে মৃতদেহ শুকনো কুয়োর ফেলল ধর্ষক, ক্ষোভের আগুনে জ্বলছে দেশ।


*৮ বছরের বালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। এখানেই শেষ নয়। লালসা মেটাতে মৃতদেহ শুকনো কুয়োর ফেলল ধর্ষক, ক্ষোভের আগুনে জ্বলছে দেশ। প্রতীকী ছবি।


*লজ্জাজনক তথা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের প্রতাপগড়ে। যদিও ঘটনার পরে ৪৮ ঘণ্টা কেটে গেলে সোমবার দুপুর পর্যন্ত অধরা ধর্ষক। এমনকি তাঁকে চিহ্নিত পর্যন্ত করতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রতীকী ছবি।


*প্রতাপগড় ছোটি সাদরির হাউজ স্টেশন অফিসার রবীন্দ্রপ্রতাপ সিং PTI-কে জানিয়েছেন, শনিবার রাতে ওই বালিকার দেহ শুকনো কুয়ো থেকে উদ্ধার করা হয় বহু তল্লাশির পর। প্রতীকী ছবি।


*স্থানীয়দের দাবি, ওই বালিকাকে শুক্রবার রাতে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সেদিন সে তখন তার মায়ের সঙ্গে শুয়েছিল। কোনওভাবে বাড়ির মধ্যে ঢুকে তাকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে। প্রতীকী ছবি।