

দেবভূমি বলা হয় হিমাচল প্রদেশকে ৷ কিন্তু সেখানও এখন দুষ্কর্মের শেষ নেই৷ সম্প্রতি যে ঘটনা সামনে এসেছে তাতে ভয় পেয়ে গেছেন মানুষজন৷ নৈনিদেবী এলাকায় ১২ বছরের এক কিশোরীকে রেপ করল তার নিজের বাবা! Photo- Representative


৩৮ বছরের বাবা নিয়মিতই মদ খায়৷ এতটাই মত্ত অবস্থায় থাকে যে সে সময় বেশির ভাগ দিনই কোনও হুঁশ থাকে না৷ তবে এবার যেটা সে বেহুঁশ অবস্থায় করেছে তার চেয়ে ঘৃণ্য আর কোনও কিছুই হতে পারে না৷ সম্প্রতি ওই অভিযুক্তের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল৷ তবে ১২ বছরের মেয়েটি বাবার কাছেই থাকত৷ Photo- Representative


মদ খাওয়ার পর বেতাল অবস্থায় শরীরি খিদেয় অস্থির বাবা বুঝতেই পারে না যার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করছে সে আসলে তার নিজের নাবালিকা কন্যা৷ Photo- Representative


ঘটনাটি ঘটেছে বুঝতে পেরে পুলিশকে খবর দিতে যায় পরিবারের লোক৷ মেয়েকে ধর্ষণ করেছে বুঝতে পেরে এবার অভিযুক্ত পালাতে চায়৷ তখন তাকে বাড়ির লোক বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায়৷ Photo- Representative


ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা খুলে দেখে অভিযুক্ত ব্যক্তি নিজেক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷ এদিকে মেয়েটির অবস্থাও তখন করুণ ছিল৷ Photo- Representative