

একজন ১৩ বছরের নাবালকের সঙ্গে দুঃসহ অত্যাচারের ঘটনা ঘটল৷ নয়াদিল্লির ভয়াবহ ঘটনায় শিউড়ে উঠছে সকলেই৷ এক নাবালকের লিঙ্গ জোর করে পরিবর্তন করানো হল কারণ তাঁকে শারীরিকভাবে শোষণ করানো হবে৷ ঘটনায় FIR দায়ের করানো হয়েছে৷ এক নাবালক শুভম (নাম পরিবর্তিত) দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা৷ যারা অভিযুক্ত তার সঙ্গে ধর্ষকদের আলাপ হয় বছর তিনেক আগে একটি নাচের অনুষ্ঠানের মাধ্যমে৷ সেখান থেকে মান্দাভালিতে নিয়ে যাওয়া হয় নাচ শেখানোর নাম করে৷ Photo-Representative


শুভম নাচের অনুষ্ঠানে গিয়ে বেশ কিছু টাকাও পায় তাকে বলা হয় এভাবে নাচ করলে সে সামনের দিনে আরও টাকা রোজগার করতে পারবে৷ শুভম পুলিশকে জানিয়েছ ১৩ বছর থেকে তাকে বিভিন্ন নেশার দ্রব্য দেওয়া হত৷ এরপর তাকে অস্ত্রোপচার করিয়ে তার সেক্স চেঞ্জ করা হয়৷ তাকে হরমোনাল ওষুধও দেওয়া হত৷ ধীরে ধীরে সে মেয়ে হয়ে ওঠে৷ অভিযুক্ত ও তার বন্ধুরা তাকে নিয়মিত ধর্ষণ করত৷ এমনকি টাকার নিয়ে কাস্টমারদের দিয়েও তাকে ধর্ষণ করানো হয়৷ Photo-Representative


বিভিন্ন ট্রাফিক সিগন্যালে তাকে বৃহন্নলা সাজিয়ে ভিক্ষাবৃত্তিও করানো হত৷ শুভমকে দিয়ে দিনের পর দিন এই কাজ করানোর সঙ্গে করা হত ব্ল্যাকমেল তাকে মেরে ফেলা হবে এবং পরিবারের ক্ষতি করা হবে এই ভয় দেখানো হত৷ Photo-Representative


এরপর ২০২০-তে লকডাউনের সময় ফের ওই ছেলেটির এক বন্ধুকে ওই ডেরায় নিয়ে আসে অভিযুক্ত৷ দুই বন্ধু মিলে কোনওভাবে ওই ডেরা থেকে তারা পালিয়ে বাড়িতে নিজের মায়ের কাছে চলে আসে৷ সেখানে থেকে ভদ্রমহিলা দুইজনকে একটি ভাড়া বাড়িতে লুকিয়ে রাখে৷Photo-Representative


বাড়িতে গিয়ে এই অভিযুক্তরা হূলস্থুল বাধায় সেখান থেকে তাদের নতুন বাড়ির ঠিকানা জোগাড় করে দুজনকে তুলে এনে ফের গ্যাংরেপ করে৷ সেখন থেকেও অতিকষ্টে দুজনে পালিয়ে দিল্লি রেল স্টেশনে পালায়৷ সেখানেই একটা গোটা দিন তারা লুকিয়ে থাকে৷ একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তারপর তারা দিল্লিত মহিলা কমিশনকে জানায়৷ অভিযুক্তদের বিরুদ্ধে POCSO Act এ IPC-র 377, 363, 326, 506, 341 ধারা প্রয়োগ করা হয়েছে৷ Photo-Representative