

▪️এমনও মা হতে পারেন! যার সন্তানের প্রতিও কোনও মায়া দয়া নেই৷ উল্টে ১৫ মাসের কোলের সন্তানকে মারছেন লাথি৷ সন্তানের ওপর এমন অত্যাচার চালানোর ভিডিওটি সামনে আসতেই মহিলার আসল চেহারা ধরা পড়ে৷ Representative Image


▪️শুধু সন্তানকে নয়, শাশুড়িও তার হাত থেকে বাঁচেননি৷ তাকেও সজোরে আঘাত করেছেন ওই মহিলা৷ ভিডিওতে সেটা দেখা গিয়েছে৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! একজন মা কতটা নির্মম হতে পারেন, সেটাই সকলকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এই ভিডিও৷ Representative Image


▪️ওই মহিলার পরিচয় জানা গিয়েছে৷ তার নাম রোজালিন নায়ক৷ বাড়ি পুরীতে৷ ঘটনাটি ঘটে গত মাসে৷ CCTV ফুটেজ থেকে স্পষ্ট হয়েছে যে, তার সন্তানের হা-পা বাঁধা অবস্থায় তাকে লাথি মারছেন রোজালিন! Representative Image


▪️রোজালিনের স্বামী চক্রধর নায়ক নিজের বাড়িতে CCTV লাগান৷ ভুবনেশ্বরে ছোট ব্যবসা রয়েছে তার৷ তার অনুপস্থিতিতে স্ত্রী তার বয়স্ক বাবা-মাকে মারধর করেন৷ প্রতিবেশীদের কাছে প্রায়সই এই অভিযোগ শুনতেন চক্রধর৷ সেই কারণে, তিনি ঘরে CCTV বসান৷ তিনি জানতে চাইছিলেন কী সত্যি ঘটনা৷ এবং সেই CCTV-তে ধরা পড়ে এই অত্যাচার৷ ছোট বাচ্চা থেকে বয়স্ক, কাউকেই মারধর করতে ছাড়েননি তার স্ত্রী৷ Representative Image


▪️অন্যদিকে রোজালিনের দাবি যে, তার স্বামী তাকে আর ভালবাসেন না৷ একপ্রকার স্বামী তাকে নিজের জীবন থেকে দূর করে দিয়েছেন এমনকি তাকে খেতেও দেন না বলে আক্ষেপ করেন তিনি৷ যেই কারণে এমন ব্যবহার তার, দাবি রোজালিনের৷ Representative Image