সুযোগ পেলেই বোনের ছোট্ট শরীর বিক্রি করত দিদি! নেশায় আচ্ছন্ন করে চলত ধর্ষণের কারবার, মায়ের অভিযোগ...
সুযোগ পেলেই বোনের ছোট্ট শরীরটা বিক্রি করে দিত। নেশায় আচ্ছন্ন করে, তাকে দিয়েই চলত দেহ ব্যবসা। সেই টাকা কুক্ষিগত করত স্বয়ং নিজের দিদি।


*সুযোগ পেলেই বোনের ছোট্ট শরীরটা বিক্রি করে দিত। নেশায় আচ্ছন্ন করে, তাকে দিয়েই চলত দেহ ব্যবসা। সেই টাকা কুক্ষিগত করত স্বয়ং নিজের দিদি। সাংঘাতিক এই ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের। প্রতীকী ছবি।


*টাকা দু'বছর ধরে এই ঘটনা ঘটছিল। এরপর মায়ের কাছে বিষয়টি পরিষ্কার হতেই, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ছ'জনকে গ্রেফতার করেছে। প্রতীকী ছবি।


*ধৃতদের মধ্যে রয়েছে ওই কিশোরীর ২০ বছর বয়সী দিদি। বিরুদ্ধে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করা হয়। এ দিন আদালতে পেশ করা হলে পুলিশ জেল হেজাফতের নির্দেশ দেন। প্রতীকী ছবি।


*নির্যাতিতা কিশোরীর মায়ের অভিযোগ, একবার দু-বার নয়। বারে বারে তাঁর ছোট মেয়েকে বিক্রি করে দিয়েছে বড় মেয়ে। সেখানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সে। পাশাপাশি, ড্রাগের নেশা করাও বোনকে শিখিয়েছে বড় দিদি। প্রতীকী ছবি।


*তবে এই ঘটনা স্বাভাবিকভাবে সামনে আসেনি। গান্ধিনগরের পুলিশ জানিয়েছে, পরিবার নেশা ছাড়াতে ওই নাবালিকাকে একটি NGO-তে পাঠিয়েছিল। সেখানেই কাউন্সিলর যারা ছিলেন, তাঁরা ঘটনাটি প্রথম জানতে পারেন। প্রতীকী ছবি।


*ওই নাবালিকা জানিয়েছে, বছর দুই আগে থেকে দিদি তাঁকে নেশা করা শেখায়, তখন তার ১৩ বছর বয়স ছিল। আর প্রায় একই সময় থেকে আলাদা আলাদা লোকের কাছে বিক্রি করে দিত। কিন্তু নেশার ঘোরে সবসময় থাকায় সে কাউকেই বিষয়টা জানাতে পারেনি। তার ওপর দিদি নানা ধরণের ভয় দেখিয়ে রাখত। প্রতীকী ছবি।