

*পুলিশকে মহিলা জানিয়েছেন, কোনমতে তিনি কৃষ্ণর হাত থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে। ওয়ার্ডে ফিরে সকলকে ঘটনার কথা জানান। হাসপাতালের বাকি কর্মীদেরও ঘটনার কথা জানান। ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই কৃষ্ণকে ডেকে সকলের সামনে টানা জিজ্ঞাসাবাদ করতেই সে ঘটনার কথা স্বীকার করে নেয়। প্রতীকী ছবি।


প্রথমে বন্ধুকে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া৷ তার পরে তাঁর স্ত্রীকে ধর্ষণ৷ এমনই মারাত্মক অভিযোগ উঠল কানপুরে কর্মরত এক সেনা কর্নেলের বিরুদ্ধে৷ অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ৷Representative Image


জানা গিয়েছে, নির্যাতিতা একজন রাশিয়ান নাগরিক৷ কানপুরে অফিসারদের মেসেই এই ঘটনা ঘটেছে৷ অভিযুক্ত সেনা কর্নেলের বিরুদ্ধে স্থানীয় ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী৷Representative Image


ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কর্নেল পদে উন্নীত হওয়ার জন্য শনিবার একটি পার্টি দিয়েছিল ওই সেনা অফিসার৷ অভিযোগকারীর দাবি, সেই পার্টিতেই সস্ত্রীক তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল ওই সেনা কর্নেল৷Representative Image


অভিযোগে নির্যাতিতার স্বামী দাবি করেছেন, প্রথমে পার্টিতে তাঁকে একটি পানীয় দেওয়া হয়৷ সেটি খাওয়ার পরেই বেহুঁশ হয়ে পড়েন তিনি৷ সেই সুযোগেই তাঁর স্ত্রীকে ধর্ষণ করে ওই সেনা কর্নেল৷ পুলিশ জানিয়েছে, রাশিয়ান ওই মহিলা গত দশ বছর ধরে ভারতে রয়েছেন৷Representative Image