

*রাস্তায় থুতু ফেলছিল। সেটা দেখতে পেয়ে অভিযুক্তের দিকে বিরক্তির চোখে তাকিয়েছিলেন যুবতী। তবে কোনও কথা বলেননি। তার পরিণাম হল মারাত্বক। প্রকাশ্যে টি-শার্ট ছিঁড়ে তাঁকে নগ্ন করে শারীরিক হেনস্থা করল ওই ব্যক্তি। ছবিঃ প্রতীকী।


*যুবতী আহমেদাবাদের নিকোলের বাসিন্দা। অভিযুক্ত যুবকও এলাকারই। ২৪ বছর বয়সি ওই যুবতী অভিযুক্তের নামে নিকোল থানায় অভিযোগ দায়ের করেছেন। ছবিঃ প্রতীকী।


*অভিযোগ, শনিবার তিনি বোনের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় রবি রাজপুর নামে ওই ব্যক্তি রাস্তায দিয়ে যাওয়ার সময় তাঁদের অদূরে থুতু ফেলেন। সেটা দেখে তিনি রবির দিকে খানিকটা কড়া নজরেই তাকিয়েছিলেন। তা দেখে নেয় রবি। তবে দুজনের মধ্যে এই নিয়ে কোনও কথাই হয়নি বলেই দাবি। ছবিঃ প্রতীকী।


*যুবতীর কড়া দৃষ্টি সহ্য করতে পারেনি রবি। রাগে অন্ধ হয়ে রাস্তাতেই যুবতীর টি-শার্ট টেনে ছিঁড়ে দেয়। এমনকি তাঁকে মারধরও করে সেখানে। বোন ঘটনা রুখতে গেলে তাঁকে মারধর করা হয়। ছবিঃ প্রতীকী।


*এ দিকে মেয়ে হেনস্থা শিকার হচ্ছে দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যুবতীর মা। তাঁদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে দাবি। এরপর গোটা ঘটনা জানিয়ে নিকোল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ছবিঃ প্রতীকী।


*যুবতীর দাবি, অভিযুক্ত তাঁর পূর্ব পরিচিত। তাঁদের দুজনেরই একজন 'কমন ফ্রেন্ড' রয়েছেন। ছবিঃ প্রতীকী।