

প্রেমের কোনও বর্ডার নেই ৷ প্রেম অন্তহীন সমুদ্রের মত সীমাহীনও বটে ৷ এমনই এক ঘটনা প্রকাশ্যে আসতেই বেধেছে হৈচৈ ৷ গুজরাতের সংশোধনাগারে এক কয়েদি এক কিন্নরের প্রেমে পড়েছেন ৷ উড়ে গিয়েছে রাতের ঘুম ৷ ফোনেই প্রেম নিবেদন করেছেন তাঁকে ৷ তবে কয়েদির প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেছেন কিন্নর ৷ এরপরেই রেগে গিয়েছেন ৷ কিন্নর অভিযোগ দায়ের করেছেন ৷


জানা গিয়েছে একটি পত্রিকায় কিন্নরের ছবি দেখেছিলেন কয়েদি এরপরেই কিন্নরের প্রেমে পড়েছিলেন তিনি ৷ বর্তমানে সুরাটের সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷


কিন্নর মুসলিম সম্প্রদায়ের ৷ নাম জোয়া খান, ২০১৮ সালে মডেলিং করেছিলেন সেই ছবি সব প্রত্রিকায় ছবি বেরিয়েছিলেন ৷ ছবি দেখার পরেই তার সঙ্গে যোগযোগ করার চেষ্টা হয়েছে ৷ পরে তাঁদের মধ্যে বন্ধুত্বও হয়েছিল ৷


আজ তক ওয়েবসাইটের মতে বন্ধুত্বের পরে জায়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পরে অবশ্য জায়া তাঁর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ৷ জোয়া জানিয়েছেন ১৬ জুলাই রাতে কয়েদি শাকিব তাঁকে ফোন করেছিলেন ৷ বলেছিলেন প্যারোলে বেরচ্ছেন তিনি এরপরে তাঁকে সঙ্গে নিয়ে যাবেন ৷