Home » Photo » crime » প্রাক্তন বিধায়ক-সহ ৮ জনের খুন, মোস্ট ওয়ান্টেড অপরাধীর খোঁজ গুজরাটের আশ্রমে!

প্রাক্তন বিধায়ক-সহ ৮ জনের খুন, মোস্ট ওয়ান্টেড অপরাধীর খোঁজ গুজরাটের আশ্রমে!

ধৃত ব্যক্তি ও তার স্ত্রী মিলে একটি পরিবারের আটজনকে খুন করেছে। তাদের দু'জনের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল আগেই। প্যারোলে মুক্তি পাওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল তারা।