

*যে বয়স পুতুল খেলার, স্কুলে যাওয়ার, বন্ধুদের সম্নগে খেলা করার। সেই বয়সে একবার নয়, পাঁচ দিনের মধ্যে ৯ ধর্ষকের হাতে বারে বারে গণধর্ষিতা ১৩ বছরের কিশোরী। জঘন্যতম ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়। প্রতীকী ছবি।


*রাজ্যে নারীদের সুরক্ষায় 'সম্মান' শীর্ষক প্রকল্প রুপায়নে শেষ ছ'দিন ধরে গলা ফাটাচ্ছে মধ্যপ্রদেশের সরকার। সেই ছ'দিনে চারটি ঘৃণ্যতম ধর্ষণের ঘটনা সামনে এসেছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। প্রতীকী ছবি।


*পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীকে ৪ জানুয়ারি পরিচিত এক ব্যক্তি অপহরণ করে। এরপর দু'দিন ধরে তাকে লাগাতার পৈশাচিক গণধর্ষণ করে সেই ব্যক্তি এবং তাঁর বন্ধুরা মিলে। এরপর ঘটনার কথা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রতীকী ছবি।


*এখানেও শেষ হয়নি নিষ্ঠুরতা। মাত্র কয়েকদিনের মাথায় ১১ জানুয়ারি ফের ওই কিশোরীকে ধর্ষকদের মধ্যে একজন অপহরণ করে। এরপর সে ও তার বন্ধুরা মিলে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এরপর পুলিশকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়। এখানেও শেষ হয়নি অত্যাচার। প্রতীকী ছবি।


*অত্যাচারিত কিশোরী জানিয়েছে, বাড়ি ফেরার পথে দুই ট্রাক ড্রাইভার ফের তাকে গণধর্ষণ করে। সেখান থেকে কোনওমতে পালিয়ে আসে সে। শুক্রবার সকালে বাড়ি ফেরার পরেই পুলিশের দ্বারস্থ হয় কিশোরী এবং তাঁর পরিবারের সদস্যরা। প্রতীকী ছবি।