৭০ বছরের ঠাকুমাকে রাতভর লাগাতার ধর্ষণ! যুবকের পাশবিকতায় শিহরিত দেশ, গ্রেফতার
২০২০ সালে দাঁড়িয়ে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যতই কথা বলি, সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার চেষ্টা করি না কেন ৷ এক শ্রেণির মানুষ আজও এই সব কিছুর একেবারে ঊর্ধ্বে।


*২০২০ সালে দাঁড়িয়ে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যতই কথা বলি, সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার চেষ্টা করি না কেন, এক শ্রেণির মানুষ আজও এই সব কিছুর একেবারে ঊর্ধ্বে। আর ঠিক সেই জন্যই সমাজে এখনও সদ্যোজাত শিশু থেকে সত্তর বছরের মহিলা, কেউই ১০০ শতাংশ সুরক্ষিত নন। প্রতীকী ছবি।


*গত একমাসের পরিসংখ্যান খতিয়ে দেখলে, বোঝা যাবে উত্তরপ্রদেশে প্রায় প্রতিদিনই একাধিক ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। কখনও বালিকা, কখনও কিশোরী, আবার কখনও ধর্ষণের শিকার হচ্ছেন অশীতিপর বৃদ্ধা। প্রতীকী ছবি।


*শনিবার উত্তরপ্রদেশের বালিয়ায় ফের পৈশাচিক এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ৭০ বছরের এক বৃদ্ধার ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে এক কিশোর। এখানেই শেষ হয়নি। প্রবল আক্রোশে ধর্ষণের পর বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।


*বৃদ্ধার ভাইপোর অভিযোগ, শুক্রবার গভীর রাতে ওই বৃদ্ধার বাড়িতে ঢোকে যুবক। এরপর তাঁকে একা পেয়ে পৈশাচিক নির্যাতন চালায়। বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধা বহু অনুনয়-বিনয় করলে, কোনও লাভ হয়নি। ধর্ষণের পরে মারধর করে, তাঁকে মাটিতে ধাক্কা মেরে ফেলে, এরপর ভোর হতেই সে পালিয়ে যায়। প্রতীকী ছবি।