শরীরের খিদের শিকারীদের থেকে নিস্তার নেই কারো ৷ তাই বারবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ ও গনধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয় ৷ ফের একবার এরকমই অত্যন্ত দুঃখজনক গ্যাং রেপের ঘটনা সামনে এল ৷ যার শিকার সাত বছরের শিশু কন্যা ৷ Photo- Representive
2/ 5
এই ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদের ৷ শিশু কন্যাটি বাড়ি থেকে নিখোঁজ ছিল ৷ তারপর খেতের ভিতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে দেখে অনুমান মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ Photo- Representive
3/ 5
পাড়াপড়শিদের অভিযোগ শুধু গলা টিপে হত্যাই নয় তাঁর আগে শিশুটির শরীর ছিঁড়ে খেয়েছে দুষ্কৃতীরা ৷ পাড়ার দুই যুবকের দিকে অভিযোগের আঙুল৷ Photo- Representive
4/ 5
দুই যুবকের নাম বাচ্চুলাল ও মানু ৷ নক্কারজনক কাজের পর শিশুটিকে হত্যা করে এরাই ৷ পাড়ার লোক বাচ্চুলালকে ধরে বেধড়ক মারধর করে ও পুলিশের হাতে তুলে দেয় ৷ Photo- Representive
5/ 5
পুলিশ বাচ্চুলালকে জেরা করায় ঘটনাটি শিকার করে নিয়েছে ৷ অন্য ফেরার অভিযুক্তকে খুঁজছে পুলিশ ৷ মেয়েটির শবদেহ গেছে পোস্টমর্টেমের জন্য ৷ Photo- Representive