

•উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি ধর্ষণের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ৩ বছর ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের বয়স ৬০ বছর৷ দুধে মাদক মিশিয়ে তিনি দুজন শিশুকে ধর্ষণ করেছ বলে অভিযোগ। দুই নির্যাতিতার হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে৷ তাকে আদালতে হাজির করা হলে, সেখান থেকে তাকে ১৪ দিনের জেল হেফাজতে হয়েছে।


•মামলাটি প্যাটেল নগর থানা এলাকার। ভারত ভূষণ নামে এক ৬০ বছর বয়সি ডাক্তার, দুধে মাদকদ্রব্য মিশিয়ে ৩ ও ৭ বছর বয়সি দুই বোনকে ধর্ষণ করেন, অভিযোগ। Representative Image


•চিকিৎসকের বাড়িতে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকতেন। ওই মহিলা এই চিকিৎসকের বাড়িতে পরিচারকরে কাজ করতেন। রবিবার মহিলা তার আত্মীয় বাড়িতে যান। সেই সুযোগে, ভারত ভূষণ দুধ খাওয়ানোর নাম করে দুই বোনকে মাদক খাইয়ে অচৈতন্য করে৷ সেই মাদক মেশানো দুধ খেলে দু’জনই অজ্ঞান হয়ে যায়৷ তারই সুযোগে ছোট ছোট নিষ্পাপ মেয়েদের ধর্ষণ করে ওই চিকিৎসক৷ চলে অত্যাচার৷ Representative Image


•নির্যাতিতার মা জানিয়েছেন যে যখন তিনি একটার সময় বাড়িতে পৌঁছন তখন তিনি দেখতে পান যে, তাঁর দুই মেয়েই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের এই অবস্থায় দেখে মা আতঙ্কিত হয়ে পড়েন যে তাদের করোনা সংক্রমণ হয়েছে কিনা৷ সেই প্রশ্ন তিনি চিকিৎসককেও করেন৷ চিকিৎসক পরীক্ষা করে দেখবে বলে তাদের মাকে অভয়ও দেন৷ কিন্তু মেয়েদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতেই জানা যায় যে, দুই মেয়েই ধর্ষিত হয়েছে৷ এরপরই পুলিশে খবর দেওয়া হয়৷ Representative Image


•সমস্ত তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চিকিৎসককে আটক করে। মামলার এএসআই ভুবন চাঁদ পুজারী জানিয়েছেন যে, মামলার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেন৷ পুলিশ অভিযুক্ত ডাঃ ভারত ভূষণকে গ্রেফতার করে আদালতে হাজির করলে সেখান থেকে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। Representative Image