তুমুল প্রেমে মা ৷ মাশুল দিতে হলে ছেলেকে ৷ ২৯ বছরের ব্যাঙ্কার মহিলা বেরিয়েছিলেন বাড়ি থেকে সঙ্গে ছিল ৩ বছরের মেয়ে ৷ ৷Representive Image
2/ 4
নিজের মেয়েকে গাড়িতে চকোলেট ও আইসক্রিম দিয়ে গাড়ির সব কাঁচ তুলে একটি ডিপার্টমেন্টাল স্টোরে পৌঁছে যান মহিলা ৷ সেখানেই তাঁর বয়ফ্রেন্ড কাজ করত ৷ ৷Representive Image
3/ 4
বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করতে করতে সময়ের কোনও হিসেব ছিল না ৷ যখন হুঁশ ফেরে তখন দেখেন মেয়েকে তিনি তিন ঘন্টা আটকে রেখেছেন ৷ Representive Image
4/ 4
ততক্ষণে বদ্ধ গাড়িতে অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ছোট্ট মেয়েটির দেহ ৷ তাকে নিয়ে হাসপাতালে গেলে কোনও লাভ হয়নি ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসিসিপি প্রদেশে ৷ News 18 Creative