নারকীয়! শ্লীলতাহানির পর যুবতীকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলার প্রবল চেষ্টা, নিন্দার ঝড়...
মহিলা কামরায় শ্লীলতাহানির পর চলন্ত ট্রেন থেকে যুবতীকে ফেলে দেওয়ার চেষ্টা। মহারাষ্ট্রের থানে জেলায় লোকাল ট্রেনে ঘটে যাওয়া এই ঘটনার জেরে নিন্দার ঝড় বইছে দেশে।
1/ 5


*মহিলা কামরায় শ্লীলতাহানির পর চলন্ত ট্রেন থেকে যুবতীকে ফেলে দেওয়ার চেষ্টা। মহারাষ্ট্রের থানে জেলায় লোকাল ট্রেনে ঘটে যাওয়া এই ঘটনার জেরে নিন্দার ঝড় বইছে দেশে। প্রতীকী ছবি।
2/ 5


*PIT-র রিপোর্ট অনুযায়ী, বুধবার রাতে ঘটনাটি ঘটে। ২১ বছর বয়সী ওই যুবতী কাসারা স্টেশনে যাওয়ার জন্য লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন। তখনই তাঁর শ্লীলতাহানি করে ট্রেনে যাত্রারত এক ব্যক্তি। প্রতীকী ছবি।
3/ 5


*নিজেকে বাঁচাতে যুবতী প্রতিবাদ করলে ট্রেন থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তেরা। প্রতীকী ছবি।
4/ 5


*কল্যাণ স্ট্রেশন পুলিশের ইনস্পেক্টর ভিডি শার্দূল বলেন, ঘটনাটি ঘটেছে খারদি থেকে উম্বরমালী স্ট্রেশনের মধ্যমরতী এলাকায়। তবে কোনওমতে সেদিন অভিযুক্তদের হাত থেকে পালাতে সক্ষম হন ওই যুবতী। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রতীকী ছবি।