নৃশংসতার চরম ৷ আর পরিণতিই হল মর্মান্তিক ৷ ১৩ বছরের কিশোরীকে নিতে হল জীববন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত ৷ Photo- Representive
2/ 6
আত্মহত্যা র ঘটনা ঘটার চারদিন আগে তাঁর সঙ্গে মারাত্মক ঘটনা ঘটেছিল ৷ মেয়ের আত্মহত্যার কথা জানাতে আসেন মৃতার মা ৷ তিনি জানিয়েছেন চারদিন আগে থাইল্যান্ডের খল্গথাঙ্গ এলাকার একটি রিসর্টে তাঁর মেয়েকে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয় ৷
3/ 6
যে মেয়েটি মারা গেছেন তার ডাকনাম পিঙ্কি ৷ ১৩ বছরের মেয়েটি অন্তঃসত্বা ছিল ৷ সে অবস্থায় তাঁকে রিসর্টে তুলে আটকে রাখে ৬ জন লোক ৷ Photo- Representive
4/ 6
কয়েকদিন ধরে টানা কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ করা হয় ৷ ছ ব্যক্তি লাগাতার ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটিকে রেপ করত ৷ Photo- Collected
5/ 6
থাইল্যান্ডে এখন আলোর উৎসব আসছে ৷ তাই মেয়েটি মারা যাওয়ার আগে জানিয়ে যান আই অ্যাম অ্যাবউট টু গো ৷ অর্থাৎ আমি চলে যাচ্ছি , সঙ্গে ছিল কষ্টে থাকা একটি মেয়ের ছবি ৷ Photo- Representive
6/ 6
এদিকে অভিযোগের পর দু‘জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি তাদের কাছ থেকে লাইসেন্সবিহীণ বন্দুক উদ্ধার করেছে ৷ Photo- Representive