

কয়েক দিন ধরেই তাঁর শরীরে ধুম জ্বর৷ সঙ্গে বমি৷ গায়ে অসহ্য যন্ত্রণা৷ ডেঙ্গির উপসর্গ নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে৷ রবিবার সকালে মৃত্যু হয় হাওড়ার কিংস রোডের বাসিন্দা ওই তরুণের৷


তরুণের শরীরে ডেঙ্গি পজিটিভ পাওয়া যায়৷ ডেঙ্গির সঙ্গে ওই তরুণের করোনা পরীক্ষাও হয়৷ কিন্তু করোনা রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় তাঁর৷ সাধারণ ভাবেই সত্কার করা হয় দেহ৷


বিপদ ঠিক এই জায়গাতেই অপেক্ষা করছিল৷ ওই তরুণের মৃত্যুর পরে আসে করোনা রিপোর্ট৷ সেই রিপোর্টে দেখা যায়, শুধু ডেঙ্গি নয়, তরুণের শরীরে করোনাও পজিটিভ ছিল৷


ওই যুবকের দেহ যাঁরা সত্কার করতে নিয়ে গিয়েছিলেন তাঁরা তো আতঙ্কেই., একই সঙ্গে ভয় গ্রাস করেছে গোটা এলাকাকে


এমনিতেই করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে রাজ্যে৷ তার উপর জুন মাস থেকে থাবা বসিয়েছে ডেঙ্গির মশা৷ এ দিনই কলকাতায় এক কিশোরের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে৷