হোম » ছবি » দেশ » জন্মাতে দেওয়া যাবে না সন্তান,প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ

রেড জোনে জন্মাতে দেওয়া যাবে না সন্তান, অসহনীয় প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ, তারপর...

  • Bangla Editor

  • 14

    রেড জোনে জন্মাতে দেওয়া যাবে না সন্তান, অসহনীয় প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ, তারপর...

    শাদা *(নাম পরিবর্তিত) ছিলেন নিজের বাপের বাড়িতে ৷ এমন সময় ওঠে প্রসব যন্ত্রণা ৷ তিনি ছিলেন অনন্তনাগের তেলওয়ানিতে ৷ এই সময় তিনি নিজের স্বামীকে ফোন করেন ৷ Photo- Representive

    MORE
    GALLERIES

  • 24

    রেড জোনে জন্মাতে দেওয়া যাবে না সন্তান, অসহনীয় প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ, তারপর...

    তাঁর স্বামী জাভেদ *(নাম পরিবর্তিত) তাঁকে নিকটস্থ সানগুস স্বাস্থ্য দফতরে নিয়ে যান ৷ তাঁর শ্বশুরবাড়ি অনন্তনাগে ছিল ৷ সেটা রেড জোন হওয়ায় নিজের বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মহিলা ৷ কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্র তাঁকে ৮ কিলোমিটার দূরের আচাবালের হাসপাতালে যেতে ৷ এরপর সেখানে থেকে তাদের অনন্তনাগের মাতৃসদনে যেতে বলেন ৷ এরপর তাঁরা সেখানের উদ্দেশ্যে রওনা দেন ৷ ততক্ষণে লেবার পেন অসহ্য হয়ে উঠেছে ৷ Photo- Representive

    MORE
    GALLERIES

  • 34

    রেড জোনে জন্মাতে দেওয়া যাবে না সন্তান, অসহনীয় প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ, তারপর...

    অনন্তনাগের হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে সেখানে জানানো হয় তারা যেহেতু অনন্তনাগের বাসিন্দা এবং সেটা যেহেতু রেড জোন সেখানের বাসিন্দাদের সন্তান প্রসব সেখানে করানো যাবে না ৷ সেখান থেকে তাদের যেতে হয় শ্রীনগরের SKIMS মেডিক্যাল কলেজে ৷এবার সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় রাত দেড়টার সময় তাদের হাসপাতালে কোভিড ১৯ পেশেন্ট আছে বলে ৷ এরপর তারা লাল দেব হাসাপাতালে গেলে সেখানে ওই মহিলাকে ভর্তি নেওয়া হয় ৷শনিবার সেখানে সন্তানের জন্ম দেন ৷ Photo- Representive

    MORE
    GALLERIES

  • 44

    রেড জোনে জন্মাতে দেওয়া যাবে না সন্তান, অসহনীয় প্রসববেদনায় ছটফট করা মহিলা পাড়ি দিলেন১০০ কিমি পথ, তারপর...

    এদিকে সন্তান জন্মানোর পর মহিলার জন্য আরও দুঃসংবাদ অপেক্ষা করেছিল তাঁর কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট এসেছে ৷ এইভাবে অবশ্য রেড জোনের সন্তানসম্ভবা মহিলাদের ভর্তি না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও অনন্তনাগে এক যমজ সন্তানের মায়ের মৃত্যুর পর জানা যায় তিনি কোভিড পজিটিভ ছিলেন ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি ৷ Photo- Representive

    MORE
    GALLERIES