তাঁর স্বামী জাভেদ *(নাম পরিবর্তিত) তাঁকে নিকটস্থ সানগুস স্বাস্থ্য দফতরে নিয়ে যান ৷ তাঁর শ্বশুরবাড়ি অনন্তনাগে ছিল ৷ সেটা রেড জোন হওয়ায় নিজের বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মহিলা ৷ কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্র তাঁকে ৮ কিলোমিটার দূরের আচাবালের হাসপাতালে যেতে ৷ এরপর সেখানে থেকে তাদের অনন্তনাগের মাতৃসদনে যেতে বলেন ৷ এরপর তাঁরা সেখানের উদ্দেশ্যে রওনা দেন ৷ ততক্ষণে লেবার পেন অসহ্য হয়ে উঠেছে ৷ Photo- Representive
অনন্তনাগের হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে সেখানে জানানো হয় তারা যেহেতু অনন্তনাগের বাসিন্দা এবং সেটা যেহেতু রেড জোন সেখানের বাসিন্দাদের সন্তান প্রসব সেখানে করানো যাবে না ৷ সেখান থেকে তাদের যেতে হয় শ্রীনগরের SKIMS মেডিক্যাল কলেজে ৷এবার সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় রাত দেড়টার সময় তাদের হাসপাতালে কোভিড ১৯ পেশেন্ট আছে বলে ৷ এরপর তারা লাল দেব হাসাপাতালে গেলে সেখানে ওই মহিলাকে ভর্তি নেওয়া হয় ৷শনিবার সেখানে সন্তানের জন্ম দেন ৷ Photo- Representive
এদিকে সন্তান জন্মানোর পর মহিলার জন্য আরও দুঃসংবাদ অপেক্ষা করেছিল তাঁর কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট এসেছে ৷ এইভাবে অবশ্য রেড জোনের সন্তানসম্ভবা মহিলাদের ভর্তি না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও অনন্তনাগে এক যমজ সন্তানের মায়ের মৃত্যুর পর জানা যায় তিনি কোভিড পজিটিভ ছিলেন ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি ৷ Photo- Representive